তোমার নামে আমি কত গান গাই
তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই ।
তুমি সুন্দর সে তো সবার সেরা
পাই আনন্দ সে যে সুখেই ঘেরা
পবনের ঝংকারে দোলা লাগে
তোমার সুধা সে তো এই মনে চায় ।
পাখির কুহুতানে মন ভরে যায়
সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়
ভরে নাকো মন আজ কোনভাবে
তোমার তুলনা আর কিছু নয়।
শিশিরের কান্নায় তোমাকে খুঁজি
ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি
পেয়েও পাই নাকো এ অন্তরে
স্বপ্নের মাঝে তাই তোমাকে চাই ।