খোদা আমাকে তুমি
তোমার পথের ভিখারী বানাও
জন্মের পর থেকে কখনো কোনদিন
ডাকিনি তোমায়,
ডাকেনি ডাকেনি এ মন ৷
জানি না কাজের ভিড়ে পাপ সাগরের তীরে
কুড়িয়েছি পাপেরি নুড়ি,
নিয়েছি কাঁচ তুলে ভুলে হীরাকে ফেলে
কেঁদেছে আমার এ দুটি নয়ন ।
কোরআনের পথ পাড়ে শান্তি অঝরে ঝরে
হয়নি চলা সে পথে,
এসেছে নিভে বেলা দারুণ বেড়েছে জ্বালা
ক্ষমা তুমি কর হে মহান ।