খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা
ওগো দয়াময়
তোমার প্রতি ভালোবাসা যেন
আরো তীব্র হয় ।
নদী যেমন সাগর প্রেমে
খায় যে হাবুডুবু
তেমনি তোমার প্রতি আমার
প্রেমটা বাড়াও প্রভু
আমার সকল আঁধার করো
আলোয় দীপ্তময় ।
আমার সকল যন্ত্রণা তুমি
ধুয়ে মুছে কর সাফ
অশান্ত মন শান্ত বানাও
দাও করে দাও মাফ
রহম স্রোতে ভাসাও ও দাও
পুষ্পিত হৃদয় ।