বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে
ধন্য হলাম চির ধন্য
আমি জীবন দিতে পারি তাই তো
এই দেশের মাটির জন্য ।
তিতুমীর শরীয়তুল্লার রক্তে ভেজানো এই দেশ
লাখো কোটি মুমিনের দীপ্ত চেতনায়
মিশে আছে আমার এই দেশ
এই দেশটাকে তাই হতে দেব না
বর্গীর হাতে কোন পণ্য ।
শাহ মাখদুম শাহ জালালের
দ্বীন কায়েমের এই দেশ
কবি ফররুখের কবিতা গানে
মিশে আছে আমার এই দেশ
এই দেশটাকে তাই হতে দেব না
বর্গীর হাতে কোন পণ্য ।