এই দেশের জন্য যদি করতে হয়
আমার জীবন দান
তবু দেব না দেব না লুটাতে ধুলায়
আমার দেশের সম্মান।
রক্তের বিনিময়ে করেছি স্বাধীন
আমার এ বাংলাদেশ
সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা
নেইকো কোন রেষারেষ
এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে
গাই বিজয়ের গান ।
লক্ষ শহীদের জীবনের বিনিময়ে
পেলাম স্বাধীন পতাকা
শহীদের রক্ত দিয়ে আঁকা
মানচিত্রের প্রতিটি রেখা
শহীদেরা থাকবে সবারই অন্তরে
হয়ে চির অম্লান ।