বাংলার স্নিগ্ধ শ্যামল কুঞ্জে
দখিনা বায়ে ঐ অলিরা গুঞ্জে
নেচে চলেছে পদ্মার ঢেউ
আপন সুরে গান গেয়ে ।
সবুজ ঘেরা গাঁয়ের পথে
রাখাল বাজায় বাঁশি,
কর্মে রত কিষাণের মুখে
ঝরছে মধুর হাসি ।
ধূলোয় ধুসর গোধূলি লগন
নীড়ে ফেরে পাখি,
পল্লী তুমি বাংলাকে
আরো করেছ রূপের রাণী ।