লাল সবুজের এই পতাকা
আমার মায়ের মণিহার
এ মাটির মমতা হৃদয়ে জড়ানো
বুকেতে স্বপ্ন অপার
বাংলাদেশ আমার আশা
বাংলাদেশ তুমি আমার ভালোবাসা
তুমি আমার অহংকার ।
সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি
পাহাড়ী ঝরণার গান
বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে
কাঁশফুল করে আহ্বান
মেঠো পথে রাখালিয়া সুর
উতলা হৃদয় আমার ।
নীলাম্বরী ঐ নীল আকাশে
গাঙচিল মন উড়ে যায়
ফসলের মাঠে মাঠে ঢেউ তোলে ঢেউ
পবন সুদূরে হারায়
সবুজ আঁচল গায়ে জড়িয়ে
দাঁড়িয়ে আছে পাহাড়।