গল্প কথার মাধুরী নিয়ে
নক্শী কাঁথার রঙে আঁকা ছবি
সে আমার এ দেশ সে আমার দেশ
আমার জন্মভূমি ।
রঙধনু সাত রঙে আকাশ রাঙিয়ে
বিহঙ্গ সুদূরে হারায়
নীলিমার প্রান্তরে হৃদয় রাঙিয়ে
ঢেউয়ে ঢেউয়ে নদী বয়ে যায়
সবুজ শ্যামল সোনালি শীষে
পবন ছুঁয়ে যায় দিয়ে চুমি ।
নয়ন শোভিত যেন প্রকৃতির রূপে
রিমিঝিমি শ্রাবণের গান
কাজল কালো কেশে মেঘের ভেলা
আড়ালে চাঁদের আহ্বান
সে তো আমার স্বদেশ ভূমি
স্রষ্টার নেয়ামত যেন অশেষ ।