ও আমার মাতৃভাষা বাংলাভাষা
খোদার সেরা দান
বিশ্বভাষার সভায় তোমার
রূপ যে অনির্বাণ।
রাখাল ছেলে বাজায় বাঁশি
ময়না তোতা পাশাপাশি
কথায় কথায় কান্নাহাসি
অশ্ৰু অভিমান
মাটির মানুষ মাঠে যারা
কিষাণ মজুর কামলা তারা
সোনায় বাঁধা বন্ধ হারা
গোলা ভরার গান ।
মাল্লা মাঝির কণ্ঠ বিধূর
ভাটিয়ালি ভাওয়াইয়া সুর
ঝিল হাওড়ের ছায়া মেঘে
জাগায় ঝিলের প্রাণ
তোমার নামে ডাক দিয়ে যায়
কর্ণফুলীর হরিণ ঘাটায়
মেঘনা নদীর জোয়ার ভাটায়
জাগায় তোমার প্রাণ ॥
তৌহিদী সুর কণ্ঠে বয়ে
মহৎ ভাবের বাহন হয়ে
ঘুঁচাও প্রাণের এ মিলনে
সকল ব্যবধান
তোমার সুরের পরশ লেগে
ইনসানিয়াত উঠুক জেগে
তোমার আলোয় উঠুক রেঙে
দুনিয়া জাহান ।