গানের স্বরলিপি

ও আমার মাতৃভাষা বাংলাভাষা
গীতিকার: ফররুখ আহমদ
সুরকার: আবদুল লতিফ

ও আমার মাতৃভাষা বাংলাভাষা
খোদার সেরা দান
বিশ্বভাষার সভায় তোমার
রূপ যে অনির্বাণ।

রাখাল ছেলে বাজায় বাঁশি
ময়না তোতা পাশাপাশি
কথায় কথায় কান্নাহাসি
অশ্ৰু অভিমান
মাটির মানুষ মাঠে যারা
কিষাণ মজুর কামলা তারা
সোনায় বাঁধা বন্ধ হারা
গোলা ভরার গান ।

মাল্লা মাঝির কণ্ঠ বিধূর
ভাটিয়ালি ভাওয়াইয়া সুর
ঝিল হাওড়ের ছায়া মেঘে
জাগায় ঝিলের প্রাণ
তোমার নামে ডাক দিয়ে যায়
কর্ণফুলীর হরিণ ঘাটায়
মেঘনা নদীর জোয়ার ভাটায়
জাগায় তোমার প্রাণ ॥

তৌহিদী সুর কণ্ঠে বয়ে
মহৎ ভাবের বাহন হয়ে
ঘুঁচাও প্রাণের এ মিলনে
সকল ব্যবধান
তোমার সুরের পরশ লেগে
ইনসানিয়াত উঠুক জেগে
তোমার আলোয় উঠুক রেঙে
দুনিয়া জাহান ।

0 Likes |

152 views |

0 Likes |

152 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

আবার আসুক বায়ান্ন
গীতিকারঃ এস বি হাবিব
সুরকারঃ এস বি হাবিব
ক্যাটাগরিঃ ভাষার গান
সালাম লিখেছে মা
গীতিকারঃ জাফর ফিরোজ
সুরকারঃ জাফর ফিরোজ
ক্যাটাগরিঃ ভাষার গান
সোনালি হরফে লেখা বর্ণমালা
গীতিকারঃ মাহফুজুর রহমান আখন্দ
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ ভাষার গান
পলাশ ফুলের রঙ কেন লাল
গীতিকারঃ চৌধুরী গোলাম মাওলা
সুরকারঃ আহমদ নাসিমুল হুদা নওশাদ
ক্যাটাগরিঃ ভাষার গান
একুশ আমার একুশ তোমার
গীতিকারঃ মোস্তফা কামাল চৌধুরী
সুরকারঃ মোস্তফা কামাল চৌধুরী
ক্যাটাগরিঃ ভাষার গান
কত ভাষা আছে সারা দুনিয়ায়
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ ভাষার গান, মল্লিক
ওরা আমার মুখের কথা ভাষা
গীতিকারঃ আবদুল লতিফ
সুরকারঃ আবদুল লতিফ
ক্যাটাগরিঃ ভাষার গান
ডালে ডালে পাখির বাসা
গীতিকারঃ ফররুখ আহমদ
সুরকারঃ আবদুল লতিফ
ক্যাটাগরিঃ ভাষার গান
ও আমার মাতৃভাষা বাংলাভাষা
গীতিকারঃ ফররুখ আহমদ
সুরকারঃ আবদুল লতিফ
ক্যাটাগরিঃ ভাষার গান