ওরা আমার মুখের কথা (ভাষা) কাইড়া নিতে চায়
ওরা, কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় ।
কইতো যাহা আমার দাদায় কইছে তাহা আমার বাবায়
এখন, কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়?
সইমুনা আর সইমুনা, অন্য কথা কইমুনা
যায় যদি ভাই দিমু সাধের জান
ঐ জানের বদল রাখুম রে ভাই বাপদাদার জবানের মান (হো)।
যে শুইনাছে আমার দেশের গাঁও গেরামের গান
নানান রঙের নানান রসে ভইরাছে তার প্রাণ ।
ঢপকীর্তন ভাসান জারি গাজীর গীত আর কবি সারি
আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচ্যা নাইচ্যা কেমন গায়
ওরা তাদের মুখের কথা কাইড়া নিতে চায় ।
এই জবানের লাইগা যারা মায়ের বীর দুলাল
দেশের মাটি বুকের খুনে কইরা গেছে লাল ।
মনে করে তোদের কথা কান্দে বনের তরুলতা
আইজো, ঘরে ঘরে কত মাতা চোখের জলে বুক ভাসায়।
ভাই তোমাগো ভুলি নাই, লও মোরা সালাম জানাই,
তোরার পথে লইয়াছি স্মরণ
এবার মোরা সার কইরাছি হয় করণ না হয় মরণ ।
কইবো না আর দুঃখ শোক, শোন রে গাও গেরামের লোক
শোন শোন গঞ্জের সোনা ভাই
একবার, বুক ফুলাইয়া কও রে দেখি রাষ্ট্রভাষা বাংলা চাই ।