একুশ আমার একুশ তোমার
একুশ সবার ভাই রে,
অমর একুশ জুড়ে থাকুক
জন্মভূমির কোল রে ।
সালাম রবকত রফিক জাব্বার
এ জাতির গর্ব বাংলার মান ।
ফেব্রুয়ারির অমর স্মৃতি
কাঁদায় মায়ের প্রাণ রে ।
শহীদ ভায়ের প্রাণের আশা
রাখবে অমর করে বাংলা ভাষা
গাইবে তারা মায়ের ভাষায়
প্রাণ খুলে যে গান রে ।