বিমূর্ত ছবিগুলো অ্যালবাম জুড়ে আছে
একজন মানুষের ইতিহাস
চশমার ফ্রেমখানি ঘড়ি ছড়ি পাঞ্জাবী
সব আছে তবু দীর্ঘশ্বাস
শুধু বাবা নেই মায়া মাখা শাসনের
ছায়া নেই ।
প্রতিদিন গম্ভীর মুখখানি তার
শিখিয়ে দিতেন বাণী সত্য বলার
সফেদ টুপি আর শুভ্র পোশাক
মনে হয় স্মৃতিগুলো বাস্তবতা
আজো দেয় অতীত আভাস ।
নিরাশার হা হুতাশ কখনো বাবার
করেনি ছন্দহীন গতিময়তার
আমাকে নিয়ে তার স্বপ্নের দিন
জীবনের তীরে এসে হয় বিমলিন
বয়ে যায় ঝড়ের বাতাস ।