বোনের জন্য কাঁদে আমার মন
বোনটি আমার ছিল প্রিয় বড়ই আপনজন ।
যখন আমি ছোট্ট ছিলাম খেলতো আমার সাথে
কত রকম গল্প বলে ঘুম পাড়াতো রাতে
স্বপ্নে সেই বাজতো কানে মায়াবী গুঞ্জন।
দিন দুপুরে যখন তখন খেলতে যেতাম মাঠে
দুরন্ত মন মজতো খেলায় থাকতো না ঠিক পাঠে
বোনটি আমার বলতো পড়ালেখার প্রয়োজন ।
আমি হলাম বড় আমার বোনও বড় হলো
বোনের সাথে ছোট্ট বেলার সেই মিতালি রলো
মুখে যে তার মিষ্টি হাসি ঝরতো সারাক্ষণ ।
আরো যখন এগিয়ে যাবার ইচ্ছে ছিল মনে
দ্বীন কায়েমের স্বপ্ন মনে দাঁড়ায় সঙ্গোপনে
হাতছানিতে ডাকে বুঝি প্রভু নিরঞ্জন ।
হঠাৎ করে ঘূর্ণিঝড়ে ভাঙলো সুখের ঘর
মহান প্রভুর আদেশ তবু মানে না অন্তর
স্মৃতি যখন বলে কথা থামে না ক্রন্দন।
মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে ধীরে
বোনটি আমার প্রভুর কাছে তেমনি গেল ফিরে
আল্লাহ তায়ালার হুকুমনামা কে করে খণ্ডন ।
কেউ থাকে না এই ধরাতে থাকবে না তো কেউ
রঙধনুটার মত জীবন ক্ষণিক রঙের ঢেউ
স্বপ্ন আশা সব ছেড়ে যায় থাকে না বন্ধন ।