এক হও মুসলিম এক হও আজ
এক হওয়া ঈমানের মূল কারুকাজ।
আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে
দুর্জয় কাফেলাও গড়ো এক হয়ে
নারায়ে তাকবীর তোল রে আওয়াজ ।
শয়তান চায় না তো ঐক্য গড়ি
হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি
সহজে কায়েম করি কোরআনের রাজ ।
কোরআনের ডাকে এক কাতারে দাঁড়াও
ফতোয়ার রেষারেষি যাও ভুলে যাও
উপহার দিতে হলে দ্বীনের সমাজ ।
মতভেদ করে করে আজকে মুমিন
পৃথিবীর কাছে হলো কত যে কমিন
শির থেকে চলে গেলো বাদশাহী তাজ ।
ঐক্যকে ভয় পায় সারা দুনিয়া
ভয় পায় সন্ত্রাসী যত খুনীরা
হোক না সে যত বড় মহা রণবাজ ।
ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার
মর্যাদা শক্তি সে মহা জনতার
ক্ষুদ্রকে সে বানায় রাজা মহারাজ ।