গানের স্বরলিপি

কোন একদিন এদেশের আকাশে
গীতিকার: ডা. লোকমান হাকীম
সুরকার: ইউসুফ বকুল

কোন একদিন এদেশের আকাশে
কালেমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদায়ী বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে।

সেদিন আর রবে না হাহাকার
অন্যায় জুলুম অবিচার
থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার
সকলেই শান্তিতে থাকবে।

একাকিনী রমনী নির্জন পথে যাবে
কোন জন কটু কথা কবে না,
কোন দিন পথে ঘাটে সম্পদের মোহে
খুন আর রাহাজানি রবে না
সেই দিন আর নয় বেশি দূরে
আর কিছু পথ গেলে মিলবে।

অশান্তির কোপানলে মরিস না ধুঁকে ধুঁকে
আয় তোরা দিকে দিকে ছুটে আয়
যত দিন দূরে যাবে তত দিন পিছে রবে
শান্তি আসিতে এই দুনিয়ায়
খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর
মানুষের শান্তি না মিলবে।

0 Likes |

157 views |

0 Likes |

157 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

সত্যের সংগ্রামে ফোটা ফুল
গীতিকারঃ মুহাম্মদ মুহিব্বুল্লাহ
সুরকারঃ মুহাম্মদ মুহিব্বুল্লাহ
ক্যাটাগরিঃ আধ্যাত্মিক গান
কোন দিকে পথ নেই সবদিকে বন্ধ দুয়ার
গীতিকারঃ মুহম্মদ শামসুজ্জামান
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম
ক্যাটাগরিঃ আধ্যাত্মিক গান
আমি চোখ বুজে দেখি
গীতিকারঃ রেজাউল করিম
সুরকারঃ জুলকারনাইন বাহলুল
ক্যাটাগরিঃ আধ্যাত্মিক গান
আমাদের কথাগুলোকে মুছতে
গীতিকারঃ ডা. সিরাজ উদ্দিন
সুরকারঃ ডা. সিরাজ উদ্দিন
ক্যাটাগরিঃ আধ্যাত্মিক গান
রাত কেটেছে স্বপ্নে বিভোর
গীতিকারঃ আ জ ম ওবায়েদুল্লাহ
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ আধ্যাত্মিক গান
দুয়ারে আইসাছে পালকি
গীতিকারঃ ওয়াদুদ শরীফ আরিফ
সুরকারঃ ওয়াদুদ শরীফ আরিফ
ক্যাটাগরিঃ আধ্যাত্মিক গান
কোন একদিন এদেশের আকাশে
গীতিকারঃ ডা. লোকমান হাকীম
সুরকারঃ ইউসুফ বকুল
ক্যাটাগরিঃ আধ্যাত্মিক গান
হাজার স্বপ্ন ছিল যে আমার
গীতিকারঃ শেখ আবুল কাসেম মিঠুন
সুরকারঃ শেখ আবুল কাসেম মিঠুন
ক্যাটাগরিঃ আধ্যাত্মিক গান
এক হও মুসলিম এক হও আজ
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ মতিউর রহমান মল্লিক