ভুবন মাঝি আমায় তুমি
তোমার শেষ খেয়াতে তুলে নাও
আমি পান্থ পথিক ক্লান্ত বেহুঁশ
পাড় ঘাটাতে বসে আছি।
ভবের হাটে এসে আমার
অনেক হল চেনা
সাঙ্গ হলো লেনা-দেনা
সাধের যতো বেঁচা-কেনা
এবার শেষ খেয়াতে উঠবো বলে
বাড়িয়ে দিলাম পা ।
চলার পথে আপন করে
পেলাম কত জনা
বিদায় বেলায় কেউ যে আমার
সঙ্গের সাথী রইলো না
এবার শেষ খেয়াতে উঠবো বলে
বাড়িয়ে দিলাম পা।