নোঙর ছাড়িয়া নায়ের দে রে দে মাঝি ভাই
বাদাম উড়াইয়া নায়ের দে রে দে মাঝি ভাই
গাঙ্গে ডাইকাছে দেখো বান
ওরে গাঙ্গে ডাইকাছে দেখো বান ।
হাল ধরিয়া বইসো মাঝি
বৈঠা নেবো হাতে
মোরা বৈঠা নেবো হাতে
সাগর দইরা পাড়ি দেব
ভয় কি আছে তাতে রে মাঝি ভাই ।
উথাল পাথাল গাঙের পানি
আমরা না তায় ডরি
হায়রে আমরা না তায় ডরি
সাগর পাড়ের মানুষ মোরা
সঙ্গী তুফান ঝড়ই রে মাঝি ভাই ।
আল্লাহ নামের তরী আমার
রাসুল নামের গুড়া
হায় রে রাসুল নামের গুড়া
মা ফাতেমা নামের বাদাম
মাস্তুলেতে উড়া রে মাঝি ভাই ।