কল কল ছল ছল নদী করে টলমল
ঢেউ ভাঙে ঝড় তুফানেতে
নাও বাইও না মাঝি বেষম দইরাতে।
ও রে গগণে গগণে হুংকারিয়া ছুটে মেঘ
শন শন বায়ু বয় চৌদিকে
মাঝি নিমিষে গুটায়ো পাল
সামলে ধরিও হাল
ধীরে ধীরে দিও পারি বৈঠাতে।
বদর বদর বলি, কিনারে কিনারে চলি
ভাটি গাঙে ভাটিয়ালি গাইও
থাকিলে জোয়ার দেরি লগি মাইরো তরাতরি
বেলা-বেলী ঘাটে ফিরা আইও।
থাকি চাহিয়া চাহিয়া পনথের পানে তালাশে
দুরু দুরু কাঁপে হিয়া নৈরাশে
মোরে কূলে রাইখা বার বার না যাইও গাঙেতে আর
সাথে সাথে নিও তুলি নৌকাতে ।