পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই ।
সেই ঘরখানা জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি
আমি পাই না জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই (আমি)
আমি তো সেই ঘরের মালিক নই ।
জমিদারের ইচ্ছামতো দেই না জমি চাষ
তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস।
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মিলে না সই (তবু)
আমি তো সেই ঘরের মালিক নই ।