আলোর পথযাত্রী মোরা
আঁধারের পথ কেটে যায়
মরণ সাগর পাড়ি কে দিবি আয়
আয়রে আয়রে ভাই
জোরসে নাও চালাই
অকূল দরিয়ায় ।
ওহো দারুন রোষে তুফান আসে
তবু যে নাইরে ভয়
পথের দিশা ঠিক রেখে চল
হবেই হবে তোদের জয়
সব হারানোর মাঝি তোরা তোদের কিসের ডর
আল্লা ও রাসুল নামের মশাল তুলে ধর
পাবিরে পাবি কুল
অকূল দরিয়ায় ।
সাতচল্লিশ মনে আছে আছে রে আছে
বাহান্ন মনে আছে আছে রে আছে
একাত্তর মনে আছে আছে রে আছে
তবে এবার ভয় কিসের
মরণ দোলায় মিশে
পাবই রেকুল দরিয়ায় ।