একটা ওমর এই জামানায়
দাও হে মেহেরবান
দ্বীনের পথে অকাতরে
বিলিয়ে দেবে প্রাণ ।
ফিলিস্তিন আর কাশ্মীরে আজ
কাঁদছে ধুঁকে ধুঁকে
কে আছে আর দাঁড়ায় পাশে
তাদের এমন দুঃখে
একটা খালিদ পাঠাও তাদের
করতে আহ্বান ।
চেচনিয়া আর বসনিয়াতে
মরছে লাখে লাখে
কেউ যেন আর নাইরে তাদের
একটু চেয়ে দেখে
একটা তারিক পাঠাও তাদের
দিতে পরিত্রাণ ।