ঐ দেখ বালাকোট ঐ তিতুমীর
খান জাহানের পদচিহ্ন
সংগ্রাম রয়েছে এখনো খাড়া
তোমারও পথ নয় ভিন্ন ।
ক্ষুধিত মানুষ দেখ পায় না খাবার
জুলুমের নেই যেন পার
কথার ফানুস কত রঙিন রঙিন
প্রতিদিন ভাষণের ধার-
বিচারের বাণী কাঁদে হায় হায়
কত বুক হলো দেখ দীর্ণ ।
আল্লাহর দ্বীন ওরা মুছে দিতে চায়
ছড়ায়েছে তাই কত জাল
মিথ্যার প্রহসন ধুম্র ছড়ায়
ক্রোধে ক্রোধে বড় বেসামাল ।
প্রতিদিন লাঞ্ছনা অবিচার খুন
অতিষ্ঠ জনপদ ঘরে ঘরে
মন জুড়ে জ্বলছে আগুন
জেহাদের ডাক তাই শোনা যায়
জুলুমের চোখ কর ছিন্ন।