গানের স্বরলিপি

তীরহারা এই ঢেউয়ের সাগর
গীতিকার: আপেল মাহমুদ
সুরকার: আপেল মাহমুদ

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে,
আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি শক্ত করে রে।

জীবন কাটে যুদ্ধ করি
প্রাণের মায়া সাঙ্গ করি
জীবনের স্বাদ নাহি পাই
ঘর-বাড়ি ঠিকানা নাই,
দিন রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে।

জীবনের রঙে মনকে টানে না।
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জোছনার দৃশ্য চোখে পড়ে না
তারাও তো ভুলে কভু ডাকে না ।

বৈশাখের ঐ রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়
হঠাৎ কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়
তবু তরী বাইতে হবে
খেয়াপাড়ি দিতেই হবে
যতই ঝড় উঠুক সাগরে।

0 Likes |

192 views |

0 Likes |

192 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

আয়,আয় তারুণ্য, আয়!
গীতিকারঃ বিলাল হোসাইন নূরী
সুরকারঃ রাআদ ইজামা
ক্যাটাগরিঃ জাগরণের গান
বৈরী বাতাসে লাগাম ধরার
গীতিকারঃ মাহফুজ বিল্লাহ শাহী
সুরকারঃ মাহফুজ বিল্লাহ শাহী
ক্যাটাগরিঃ জাগরণের গান
তীরহারা এই ঢেউয়ের সাগর
গীতিকারঃ আপেল মাহমুদ
সুরকারঃ আপেল মাহমুদ
ক্যাটাগরিঃ জাগরণের গান
যদি আগামীর দিনটাকে
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ জাগরণের গান
কবি ফররুখ আর ডেকে ডেকে
গীতিকারঃ আমিরুল মোমেনীন মানিক
সুরকারঃ আমিরুল মোমেনীন মানিক
ক্যাটাগরিঃ জাগরণের গান
সংকটে সংঘাতে সংগ্রামে
গীতিকারঃ কামরুল ইসলাম হুমায়ুন
সুরকারঃ কামরুল ইসলাম হুমায়ুন
ক্যাটাগরিঃ জাগরণের গান
কী সুখে ঘুমাও তুমি কেটে যায় দিন
গীতিকারঃ গোলাম মোহাম্মদ
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ জাগরণের গান
ঐ দেখ বালাকোট ঐ তিতুমীর
গীতিকারঃ গোলাম মোহাম্মদ
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ জাগরণের গান
একটা ওমর এই জামানায়
গীতিকারঃ গাজী নয়ন ইসলাম
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ জাগরণের গান, মল্লিক