সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন
নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ
বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন ।
পাখিরা ফুলের মতো মোহন পালক
নির্মল জোছনার মিষ্টি আলোক
হৃদয় নিলয় ওরা পুণ্যের ধন।
পাখিরা উড়ে যায় সুবাসিত জোছনার দেশে
পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে।
ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে
কী সুবাস মধুময় সকল কাজে
শাহাদাত বেছে নেয় সাহসী যে জন।