শাহাদাত ঈমানের পরম পাওয়া
শাহাদাত মুমিনের পরম চাওয়া ।
বুকে কালিমার ফুল ফোটে যদি
বহে যদি ঈমানের সতেজ নদী
তাহলেই কবুলের গজল গাওয়া।
যে বুকে আল্লাহর ভালোবাসা আছে
তার তো মিনতি শুধু তাঁরই কাছে
তৃপ্তি শাহাদাতে শহীদ হওয়া ।
আল্লাহর খুশিতে যেই জন সুখী
প্রাণ দিয়ে সেই জন আল্লাহমুখী
এভাবেই আল্লাহর কবুল চাওয়া।