প্রতিদিন সূর্য ফিরে
ফিরে সোনালি জোছনা শুধু
ওরা ফিরে না শুধু ওরা ফিরে না
চলে গেছে ওপারে সুন্দর জীবনে ।
শোষণের নাগপাশ ছিঁড়তে গিয়ে
রাসুলের পথ ধরে চলতে গিয়ে
হায়েনার ছোবলে যে সোনামনি মানিকেরা
হারিয়ে গেছে.. চলে গেছে..।
কিষাণীর মাঝে আছে সোনালি সম্ভার
গাছে গাছে ফোটে ফুল আহা কী যে বাহার
নদীতে উজান আসে জীবনেও জোয়ার
শুধু ওরা আসে না… চলে গেছে।
থাক খালি পড়ে থাক মায়ের ঐ বুক
রক্তে ধুয়ে আসুক মুক্তি আসুক
গেছে যারা তাদেরি পথ ধরে মুক্তির
থেমে আসে..চলে গেছে.. ।