যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে
আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন
তাদের কিসের ভয় কে করে পরাজয়
শহীদি তামান্নাতে নাচে তার মন ।
হাসনাহেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার
কালেমার মেক মাখা হৃদয় রয়েছে যার
সব পিছুটান ভুলে জেহাদের পথে চলে
সে তো তার ঈমান বলে ।
লালসার কাছে কভু হয় না সে পরাজয়
জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী
এসো আজ তাদের দলে ।