আঁখি জলে ভাসি
আঁখি জলে ভাসি
আঁখি জলে ভাসি
আঁখি জলে ভাসে বুক
আঁখিতে যখন ভেসে উঠে হায়
নোমানীর চাঁদ মুখ
পারি না ধরে রাখিতে চোখেরও পানি
চলে গেছো প্রিয় ভাই শহীদ নোমানী ।
হাসি মাখা মুখে কাছে টেনে বুকে
জড়ায়ে নিতে সবারে
হাসি মাখা মুখ আজো ভাসে চোখে
শুধু তুমি নেই আহা রে
তোমার পায়ের পরশ মাখা মতিহারে নাই সুখ ।
কোরআনের পথে কোরআনের মতে
জীবনের নাও বেয়েছ
চাওয়া পাওয়া যত জীবনের আশা
কুরবানি করে দিয়েছ
আল্লার রঙে জীবন রাঙিয়ে ভুলেছ হাজার দুঃখ ।