গানের স্বরলিপি

আঁখি জলে ভাসি
গীতিকার: আব্দুশ শাকুর তুহিন
সুরকার: আব্দুশ শাকুর তুহিন

আঁখি জলে ভাসি
আঁখি জলে ভাসি
আঁখি জলে ভাসি
আঁখি জলে ভাসে বুক
আঁখিতে যখন ভেসে উঠে হায়
নোমানীর চাঁদ মুখ
পারি না ধরে রাখিতে চোখেরও পানি
চলে গেছো প্রিয় ভাই শহীদ নোমানী ।

হাসি মাখা মুখে কাছে টেনে বুকে
জড়ায়ে নিতে সবারে
হাসি মাখা মুখ আজো ভাসে চোখে
শুধু তুমি নেই আহা রে
তোমার পায়ের পরশ মাখা মতিহারে নাই সুখ ।

কোরআনের পথে কোরআনের মতে
জীবনের নাও বেয়েছ
চাওয়া পাওয়া যত জীবনের আশা
কুরবানি করে দিয়েছ
আল্লার রঙে জীবন রাঙিয়ে ভুলেছ হাজার দুঃখ ।

0 Likes |

155 views |

0 Likes |

155 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

বেরিয়েছে যে কাফেলা
গীতিকারঃ আবুল আলা মাসুম
সুরকারঃ আবুল আলা মাসুম
ক্যাটাগরিঃ প্রেরণার গান
আঁখি জলে ভাসি
গীতিকারঃ আব্দুশ শাকুর তুহিন
সুরকারঃ আব্দুশ শাকুর তুহিন
ক্যাটাগরিঃ প্রেরণার গান
ওরা আমায় বুঝলো না মা
গীতিকারঃ লিটন হাফিজ চৌধুরী
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ প্রেরণার গান
পাখিদের নীড়ে তারাদের ভীড়ে
গীতিকারঃ আবু তাহের বেলাল
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ প্রেরণার গান
ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়
গীতিকারঃ মোশাররফ হোসেন
সুরকারঃ মোশাররফ হোসেন
ক্যাটাগরিঃ প্রেরণার গান
তোমরা ভুলে গেছো মালেক
গীতিকারঃ আসাদ বিন হাফিজ
সুরকারঃ মশিউর রহমান
ক্যাটাগরিঃ প্রেরণার গান
যারা আল্লাহর পথে চলে
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ প্রেরণার গান
চোখের অশ্রু ঝরালে কি
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ জাহাঙ্গীর আলম
ক্যাটাগরিঃ প্রেরণার গান
আমি আমার এ দুটি আঁখি
গীতিকারঃ লিটন হাফিজ চৌধুরী
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ প্রেরণার গান