রহমত বরকত মাগফেরাতের
এই মাহে রমজান
সৃষ্টির তরে স্রষ্টার এ যে
শ্রেষ্ঠ অবদান ।
শারদুল হতে দ্বীনের পথে
আল্লাহর ইশকের মজনু হতে
সুযোগ সুমহান ।
রমজান হলো ঢালের মত
রুখবে বিপদ আপদ যত
শক্তি অফুরান ।
রমজান সে তো খোদার তরে-
পুরস্কারও অকাতরে
দিবেন রহমান ।
যাকাত যেমন সব জিনিসের
রোযা তেমন যাকাত দেহের
রাসুলের ফরমান ।