একটি বছর পরে আবার
ফিরে এলো মাহে রমজান
মুমিন হৃদয়ে পড়লো সাড়া
উঠলো জেগে নতুন প্রাণ ।
আল্লাহ তায়ালার তরে রোজা
পালন কর ওহে গুনাহগার
নিজের হাতে দিবেন তিনি
সিয়াম সাধনার পুরস্কার
রমজানের এই রোজা পালন
আল্লাহ তায়ালার ফরমান।
রমজানের এই মাসে প্রভুর
সত্য পথে গড়বো জীবন
বিপদ আপদ থাকবে না যে
ঠিকমতো হয় যদি রোজা পালন
রমজান সে তো ঢাল স্বরূপ
হৃদয় ভরে গাও তার গান ।
 
								 
															 
															