বর সাজিয়ে দিলাম তোমায়
ঘর সাজাবে বলে
মাতলো বাড়ি মাতলো পাড়া
আজকে সবাই আত্মহারা
খুশির কোলাহলে ।
শাহানশাহের মত তোমায়
লাগছে যে গো আজ
তোমার জন্যে চতুর্দিকে
নানান কারুকাজ
নানান রঙের রঙিন খেলা
মন মাতানো মজার মেলা
চলছে কৌতূহলে ।
শোন রাজা জেনে গেছি
গোপন সূত্রে সব
তোমায় নিয়ে কনের বাড়ি
আজ হবে উৎসব
তাইতো আমরা সবাই যাবো
রাজা তোমায় পাহারা দেবো
টহল সদল বলে ।