ঝুমকো লতা বাগান বিলাস
বিয়ের কথা শোনো
বর আসবে পাগড়ি মাথায়
তোমরা সময় গোনো ।
বিয়ের সানাই বাজবে
কনে তখন সাজবে
খুশির গোলাপ ফুটবে তখন
দুঃখ নেই তো কোনো ।
দোয়েল শ্যামা পায়রা ঘুঘু
গান ধরে গাও গান
কাঁঠালচাপা রক্তজবা
দাও জুড়িয়ে প্রাণ ।
তোমরা দরুদ পড়ো
সবাই দোয়া করো
দূরের মানুষ কাছের হবে
স্বপ্ন তুমি বোনো ।