ফুলে ফুলে কিসের গলাগলি
ভ্রমর করে কি সব বলাবলি
কণ্ঠ ভরে পাখির কিসের সুর
ডালে ডালে কিসের যে ভাঙচুর।
আজ বাগানে ফুটলো বিয়ের কলি
সেই খুশিতে ভরলো অলি গলি
পাতায় পাতায় ছড়িয়ে গেল
সেই না সুখের সুর।
আজ দুটি প্রাণের নতুন জানাজানি
পড়লো সবাই আল্লাহ পাকের বাণী
মিলন আলোয় উঠলো ভরে
সবার হৃদয়-পুর ।
দূরের মানুষ আজকে এলো কাছে
শঙ্কা দ্বিধা আজ কি কোন আছে
বিয়ের সানাই তাইতো বাজে
তাই বাজে ঝুরঝুর ।