আজকে হে কে খুশি
মারহাবা মারহাবা
আহলান সাহলান মাহবুব ও মাহবুবা
স্বাগতম স্বাগতম আস্সালাম আস্সালাম ।
চেনা শোনা ছিলনা তো ছিলনা তো পরিচয়
আজকের শুভ ক্ষণে হবে মন বিনিময়
চাওয়া পাওয়া নেই বলে
যৌতুকেরি ছোবলে
নাশ হবে না কোন সুখ হবে নাকো বদনাম ।
বিবাহের পূত এ পবিত্র উৎসবে
আল্লার রহমত অনন্ত যোগ হবে
শান্তি সুখ ঢের তাতে
হাসি খুশি দিন রাতে
দুঃখ বাধা যাই আসুক
হয় না কভু ম্লান ।