তোরা শোন শোন রে
মিয়া ভাইয়ের বিয়া হইবো রে
নতুন এক খান ভাবি আইবো
ঘোমটা মাথায় দিয়া রে ।
হাতে মেন্দি দিয়া ভাইয়ে
নতুন কইরা সাজে
মুখে রুমাল চেপে ধরে
একটু খানি লাজে রে একটু খানি লাজে
পায়জামা পাঞ্জাবী পরে
বিয়া করতে যাবে রে ।
দূরের কাছের ছেলে মেয়ে
সবাই এসেছে
কেউবা বসে গাইছে গীত
কেউবা খেলিছে রে কেউবা খেলিছে
কেউবা আবার ব্যস্ত শুধু
মিয়া ভাইকে নিয়া রে।
ছোট ছোট ছেলে মেয়ে
মাখছে আলতা পায়
নতুন জামা হলদে শাড়ি
দিচ্ছে তারা গায় রে..
হৈ হুল্লোর করছে তারা
মিয়া ভাইকে নিয়া রে ।
মিয়া সাবের কন্যার সাথে
হইব ভাইয়ের বিয়া
অপরূপা মায়াবি সে মন ভরে দেয় হিয়া রে
মন ভরে দেয় হিয়া
সারা জীবন সুখে থাকুক
এই কামনা করি রে ।