গানের স্বরলিপি

আগের মতো শান্তি তো আর

আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না।
মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা
মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে।
চুল গুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাঁটো
সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার
বুট জুতা পায়ে দিয়ে কাধে এক ব্যাগ নিয়ে
ঠোঁটে দেয় লিপিষ্টিক হাসে শুধু ফিক্ ফিক্
ওদিকে গেলো দু’চোখ মনে হলো ভদ্রলোক
কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না।
মশান লইয়া দাঁড়াইয়া আছে মিছ জরিনা আপা ।
লম্বা লম্বা আছে চুল কানে দেওয়া আছে দুল
হাতেতে সোনার চুরি চিকন ফিতার ঘড়ি
পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো
লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো
হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা
কাছে গিয়া দেখি হায়! মাইয়া মানুষ না।
এইডা হল আমগো পাড়ার মিঃ সোহেল রানা ।
মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে
সাদা শার্ট গায়ে দিয়ে সু-জোড়া পায়ে দিয়ে
জিন্সের পড়েছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট
পরনে আছে যে বেল্ট গায়ে মাখে দামী সেন্ট
যায় বন্ধুর আড্ডায় ছিনতায় করে রাস্তায়
নেশা করে ফিন্সি গেলে আট মাস থাকে জেলে
অবশেষে মনে হলো এইডা কোন ছাত্র না
এইডা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা ।
কথা ও সুর: মাসুদ রানা

0 Likes |

167 views |

0 Likes |

167 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

মা আব্বারে ছাড়তে পারে
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
ক্যাটাগরিঃ প্যারোডি গান
আগের মতো শান্তি তো আর
গীতিকারঃ
সুরকারঃ
ক্যাটাগরিঃ প্যারোডি গান
শোন জনতা শোন বন্ধু বলি সমাচার
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
ক্যাটাগরিঃ প্যারোডি গান
চোর ধররে চোর ধররে
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
ক্যাটাগরিঃ প্যারোডি গান