যখন আমায় ডাকবে না কেউ
ডাকবে তুমি
যখন কাছে থাকবে না কেউ
থাকবে তুমি ।
মালিক তুমি দ্বীন-দুনিয়ার
লক্ষ ত্রুটি দেখো আমার
যখন কথা রাখবে না কেউ
রাখবে তুমি ।
মরণ ঘুমে ক্লান্ত পথিক
পড়বো ঢুলে শ্রান্ত পথিক
যখন পাশে জাগবে না কেউ
জাগবে তুমি ।
যখন আমায় ডাকবে না কেউ
ডাকবে তুমি
যখন কাছে থাকবে না কেউ
থাকবে তুমি ।
মালিক তুমি দ্বীন-দুনিয়ার
লক্ষ ত্রুটি দেখো আমার
যখন কথা রাখবে না কেউ
রাখবে তুমি ।
মরণ ঘুমে ক্লান্ত পথিক
পড়বো ঢুলে শ্রান্ত পথিক
যখন পাশে জাগবে না কেউ
জাগবে তুমি ।