তুমি আমার মালিক মওলা
তুমি আমার বর
তোমার হাতে জীবন মরণ
তোমার হাতে সব ।
পুত্র স্বজন ধন গরিমা
সবই তোমার দান মহিমা
তবু কেন ‘আমার, আমার’ জুড়ি কলরব।
এ দুনিয়ার কে বা হল ফকির বা সরদার
কোন লাভ নেই, খোদা তুমি
শক্তি দাও বুঝার ।
চাই না খোদা প্রতিপত্তি
নাই বা থাকুক সয়সম্পত্তি
তোমার বাণীর মোহরে দাও, করিতে উৎসব।