আল্লাহ ছাড়া মাবুদ নাই
রাসুল ছাড়া নেতা নাই
ইসলাম ছাড়া নাই রে কোন দ্বীন
এই দ্বীনে আজ হও রে দাখিল
কুল্লু মুসলেমীন ।
কমা ছাড়া ঈমান নাই
ঈমান ছাড়া আমল নাই
আমল ছাড়া হয় না কেউ মুমিন
এই আমলের হও রে পাগল
কুল্লু মুসলেমীন ।
কোরআন ছাড়া বিধান নাই
হাদিস ছাড়া নিশান নাই
জ্ঞান ছাড়া নাই ঈমানের চিন্
জ্ঞানের অস্ত্রে সাজাও জীবন
কুলু মুসলেমীন ।
কোরআন পড়, হাদিস পড়, পড় দ্বীনি বই
ঈমান আন, আমল কর, নবী কর সই।
নইলে বাঁচার উপায় নাই
কাল হাশরে ধরবেন সাঁই
শরীয়ত না মানলে থাকে না দ্বীন
দ্বীনের পথে কাটাও জীবন
কুল্লু মুসলেমীন ।