তোমার কাছ থেকে এসেছি
তোমার কাছেই ফিরে যেতে হবে
পৃথিবীর যত আলো আশা
যত প্রেম যত ভালোবাসা
সব কিছু ছিন্ন করে প্রভু
তোমার কাছেই ফিরে যেতে হবে।
এ বড় লম্বা সফর
বড় ধৈর্যের বহু কষ্টের
তবু রহমত তোমার বেশুমার
মায়া মমতায় ভরা
স্বপ্ন প্রাসাদ গড়ি গড়ি সংসার
তবু সব কিছু ছিন্ন করে প্রভু
তোমার কাছেই ফিরে যেতে হবে।
এ সফর যদি হয় তোমার দেখানো পথে
জীবন ঘুরে ঘুরে মৃত্যুর পর্দা ছিঁড়ে
নতুন জীবন হবে তোমারি সাথে ।
এ আমার মন্দ নসীব
এই নফসের কুমন্ত্রের
কালিমায় জীবন দিগ্বিদিক
তোমার ক্ষমা দিয়ে
পাক পবিত্র করো
হে মোর মুনিব
তবু রহমতের আশায় প্রভু
তোমার কাছেই ফিরে যেতে হবে।