এক পা দু’পা করিয়া মওলা গো
আমারে নিয়া চলো তুমি
গুনাহর বোঝা বইবো
আর কত কাল আমি ।
অন্তর দহন সদায় সদায়
প্রাণের জ্বালা কেউ বোঝে না
ঘাটের মরা ঘাটে রইলাম
খেয়া চোখে পড়ে না
দয়াল মোরে পার করো গো তুমি।
এই বুঝি এই বেলা যায় রে হায় ডুবে
একটু খানি আলো জ্বালো
আমার আঁধার ভবে
মওলা গো মওলা গো।
তোমার নামে সকল আসান
পার হয়ে যায় জানি
তুমি আমার জীবন খেয়ার মাঝি।
অন্তর ঘরে নেই সে আলো
ভরে গেছে কালিমায়
আঁধারেই গুমরে মরি
কোরআনের লালিমা
আমারে দেখাও প্রভু তুমি ।