জীবনে কী পেয়েছি পাইনি কী প্রভু
সে হিসাব মেলাবো না আজ
আমি শুধু জেনেছি তোমার পথে
থাকাই হলো আমার বড় কাজ ।
করোনি তো নদী ফুল পাখি আমায় তুমি
করেছো তোমার খলিফা
কত না- পাওয়া কষ্টের মাঝে
হাসি মুখে তবু ফেলি পা
এ কাজ পরাবে হাশরের মাঠে
আমায় নূরের তাজ।
কত জন দেখেছি সারাটি জীবন শুধু
লাভের হিসেব কষেছে
দু’দিনের জীবন দু’দিনের মেলায়
মরণকে ভুলে বসেছে
জানি পাবো ঠাঁই জান্নাতে
চাই না বাদশাহী রাজ।