হলদে ডানার সেই পাখিটি
এখন ডালে ডাকে না
মনের কোণে রঙিন ছবি
এখন সে আর আঁকে না ।
এখন কেন ধূসর হলো মন
মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন
এখন কেন স্বপ্ন ভরা
চোখটি চেয়ে থাকে না ।
এখন কেন হচ্ছে মানুষ খুন
দুখের আগুন জ্বলছে অনেক গুণ
লড়াকুদের মাথায় কেন
বিজয় রাঙা মাখে না।
তারেক মুসা সালাহুদ্দীন কই
বুকের আগুন জ্বলছে যে রৈ রৈ
বুলেট বোমা বুক কেড়ে নেয়
কেউ কি খবর রাখে না।