রব কে তোমার দ্বীন কী তোমার
রাসুল তোমার কে
ফেরেশতা আসিয়া যখন
জিজ্ঞাসা করিবে।
প্রস্তুতি নাও সেই জওয়াবের লাগি
নামায পড়ো রোজা রাখো
জীবন গড়ো ইসলামের পর থাকি
যেথায় তোমার রাসুল বিনে
বন্ধু না মিলিবে।
আল্লাহ তোমার মালিক মাবুদ
এই দুনিয়ার মাঝে
রাসুল যে তাই প্রেরণা বল
তোমার সকল কাজে।
রাসুলের আদর্শ পথে চলো
কোরআন পড়ো হাদিস পড়ো
দ্বীনের কথা তোমার মুখে বলো
আল কোরআনের আহ্বানে
পথ চলো নির্ভয়ে