প্রিয় সাংস্কৃতিপ্রেমী শুভাকাঙ্খী, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং ইসলামী সংগীতের মহৎ বার্তা ছড়িয়ে দিতে আমাদের নিরন্তর প্রয়াসের ফসল ‘LyricHub’। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ইসলামী সংগীতের সৌন্দর্য ও গভীরতা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে, এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখতে আমাদের কিছু প্রয়োজনীয় খরচ বহন করতে হয়, যেমন: ওয়েবসাইট মেইনটেনেন্স এবং ডোমেইন ও হোস্টিং নবায়ন। আপনার সামান্য আর্থিক সহযোগিতাও আমাদের এই প্রচেষ্টাকে সফল করার পথে বড় ভূমিকা রাখবে।
আমরা আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই, সদকায়ে জারিয়ার অংশীদার হয়ে আমাদের এই মহৎ কাজে শামিল হতে। আপনার প্রতিটি অনুদান শুধু আমাদের ওয়েবসাইটটিকেই সমৃদ্ধ করবে না, বরং সুস্থ ধারার সংস্কৃতির প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসুন, আপনার সহায়তার মাধ্যমে এই যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাই।
জাজাকাল্লাহ খাইরান।
-- টাকা পাঠানোর মাধ্যম --
01849-143310
উপরোক্ত নাম্বারে টাকা প্রেরণ করে ম্যাসেজ বা কলের মাধ্যমে নিশ্চিত হয়ে নিন।
'LyricHub' ওয়েবসাইট উন্নয়নে ডোনেট করার জন্য ধন্যবাদ।