এত সুন্দর দেহ দিলা
কত সুন্দর চক্ষু দিলা
সেই চোখে তোমায় প্রভূ দেখতে পাইনা
আশা পুরলো না মাওলা দেখা হইল না ||
এত সুন্দর এই দুনিয়া
কত সুন্দর চন্দ্র তারা
পাখির ঐ কলতানে
এ হৃদয় মাতোয়ারা
যার সৃষ্টি এত সুন্দর
সেই স্রষ্টা কত সুন্দর
তুর পাহাড় যারই আলো
সইতে পারলো না ||
মন পাখি দেবে উড়াল
শাঙ্গ হবে সকল খেলা
শেষ দিনে পরপারে
বসবে বিচারের মেলা
দাওগো দাও এমন জীবন
করি সদা তোমায় স্মরন
পরকালে মন আশা বিফল হয়না ||