গানের স্বরলিপি

ভোরের হাওয়া ছুটে চলে
গীতিকার: সোহেল রানা আশিক
সুরকার: এস এম মহিন

ভোরের হাওয়া ছুটে চলে
আল্লাহ নামে শুধু
তার রহমে যায় ভিজে যায়
শুকনো মরু ধুধু
তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু
আল্লাহু আল্লাহু

ঝরনা ছুটে সাগর পানে
তোমার নামে কলতানে
কোকিল ডাকে রোজ বিহানে
মিস্টি কুহু কুহু- ঐ

সূর্য উঠে আলো নিয়ে
তোমার নামে দেয় রাঙ্গিয়ে
দোয়েল ডাকে ফুল কাননে
শান্ত মুহু মুহু-ঐ

পুস্প ফুটে রাশি রাশি
তুমি দিলে তারার হাসি
তোমার নামে পায় চেতনা
সৃষ্টি বিপুল বহু- ঐ

0 Likes |

89 views |

0 Likes |

89 views
{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

রিলেটেড ক্যাটাগরি লিরিক

প্রভু শুকরিয়া জানাই
গীতিকারঃ মাসুদ রানা
সুরকারঃ মাসুদ রানা
ক্যাটাগরিঃ হামদ
গানের কথায় ওগো তুমি রবে
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
মাওলা তোমার নামের ধ্বনি
গীতিকারঃ এইচ রহমান
সুরকারঃ দিদারুল ইসলাম
ক্যাটাগরিঃ হামদ
তুমি কত সুন্দর কী করে বোঝাই
গীতিকারঃ জাকির আবু জাফর
সুরকারঃ লিটন হাফিজ চৌধুরী
ক্যাটাগরিঃ হামদ
আয় মেরে মালিক
গীতিকারঃ আবদুল ওয়াদুদ
সুরকারঃ আবদুল ওয়াদুদ
ক্যাটাগরিঃ কাওয়ালী, হামদ
তুমি আসমানে থাকো প্রভু
গীতিকারঃ মাহমুদ ফয়সাল
সুরকারঃ মাহমুদ ফয়সাল
ক্যাটাগরিঃ হামদ
আল্লাহ তোমার দয়া কত
গীতিকারঃ আবদুস সালাম
সুরকারঃ আবদুস সালাম
ক্যাটাগরিঃ হামদ
সাগরের ঢেউয়ের দোলাতে
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ জুলকারনাইন বাহলুল
ক্যাটাগরিঃ ইসলামী সংগীত, হামদ
তোমার মহান নামে খুঁজি
গীতিকারঃ তাফাজ্জল হোসাইন খান
সুরকারঃ তাফাজ্জল হোসাইন খান
ক্যাটাগরিঃ হামদ