ভোরের হাওয়া ছুটে চলে
আল্লাহ নামে শুধু
তার রহমে যায় ভিজে যায়
শুকনো মরু ধুধু
তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু
আল্লাহু আল্লাহু
ঝরনা ছুটে সাগর পানে
তোমার নামে কলতানে
কোকিল ডাকে রোজ বিহানে
মিস্টি কুহু কুহু- ঐ
সূর্য উঠে আলো নিয়ে
তোমার নামে দেয় রাঙ্গিয়ে
দোয়েল ডাকে ফুল কাননে
শান্ত মুহু মুহু-ঐ
পুস্প ফুটে রাশি রাশি
তুমি দিলে তারার হাসি
তোমার নামে পায় চেতনা
সৃষ্টি বিপুল বহু- ঐ