হে গুনাহ গোপনকারী কালিমা মোচনকারী
আমার পাপের দিকে চেয়ো না
দয়াময় দয়া করো রহম চাঁদরে ভরো
কাঠগড়াতে নিয়ে যেও না ।।
–
স্থিরতা দাও এ মনের জ্বালা যাতনায়
অস্থিরতা দাও তোমাকে পাওয়ার কামনায়
লক্ষ নির্ণয় সহজ করো
স্বচ্ছ হৃদয় মানস গড়
ধোঁয়ায় ছাওয়া পথে রেখো না
কাঠগড়াতে নিয়ে যেয়ো না ।।
–
করুণাময় তুমি নেয়ামত দাও কত ঢেলে
উপভোগ করি তবু দেখি না নয়ন মেলে ।।
–
তীক্ষ্ণ করে দাও আমার অন্তর দৃষ্টি
শুকনো মরুময় হৃদয়ে ঝরাও বৃষ্টি
বিবেক দুয়ার দাও খুলে দাও
উদার আকাশ হৃদয় বানাও
নারায আমার প্রতি থেকো না
কাঠগড়াতে নিয়ে যেয়ো না ।।