রব্বি মানে হল- হে আমার প্রতিপালক
ঝিদনি মানে হল- বৃদ্ধি করে দাও
ইলমা মানে হল- আমার এই জ্ঞান
হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও
রব্বি ঝিদনি ইলমা
রব্বি ঝিদনি ইলমা ।।
–
স্মৃতি শক্তি বাড়িয়ে দাও
হে মালিক হে খালিক আল অহহাব
দৃষ্টি শক্তি তীক্ষ্ণ করো-
হে মহা মহিয়ান আত তাওয়াব
অন্তর দৃষ্টির দ্বার খুলে দাও
অশান্ত মনকে শান্ত বানাও
মন থেকে ভ্রান্ত ভাবনা তাড়াও ।।
–
যে জানে যে জানে না
সবাই কি আর একই হয় ?
বড় ধনী বল কে ?
জ্ঞানী-ই বড় ধনী রয়
আল্লাহ যখন যাকে চান
করেন ফাহমান কামেলান
আমাকেও সে জ্ঞানের কামেল বানাও ।।