একে একে খুড়ে দেখ বুকের জমিন
কতোটুকু ভালোবাসা প্রেম অমলিন
রেখেছি তোমায় প্রিয় দিতে উপহার-
হয়তো দেখোনি ভুলে তুমি কোনদিন!!
:::
না পাওয়ার কোন্ বেদনায় কোন্ অভিমানে
নির্দয় দোলে যাও অমিয় সুরের বাগান,
ঘুটঘুটে অাঁধারে স্বপ্নের অভিযানে
তুমিহীন বলো কে দেবে ভোরের আজান!
কাঁধে করে নেবে কে আর ছফেদ কফিন!!
::::
তোমারও বড় প্রয়োজন এই অাঙিনায়
মালিহীন পড়ে আছে গোলাপ কামিনী,
কার রঙে এই মন তুমি আমি রাঙি হায়
আলোর বিষটি ছাড়া কাটে কী যামিনী।…
::::
তুমিও এসো প্রিয় হাতে রেখে হাত
পার করি দুজনে ব্যথাতুর ধূসর কাল,
দূর করি শতাব্দীর অয়োময় কালো রাত
হৃদয়ে পারদ ঢেলে মেলে ধরি পাল।
জীবন তাতে আজ যতো হয় হোক না সঙিন।।